MAYURESWAR MADRASA KKLB

দান – সদকার গুরুত্ব ও ফজিলত :

দান-খয়রাত ও সদকা-জাকাত ইসলামে বিধিবদ্ধ ইবাদত। মহাগ্রন্থ আল–কোরআনে দানের কথাটি সালাত বা নামাজের মতোই ৮২ বার উল্লেখ হয়েছে। ‘জাকাত’ শব্দটি পবিত্র কোরআনে আছে ৩২ বার, নামাজের সঙ্গে কোরআন মাজিদে আছে ২৬ বার; স্বতন্ত্রভাবে কোরআন কারিমে আছে ৪ বার; পবিত্রতা অর্থে রয়েছে দুবার। জাকাত কখনো ‘সদাকাহ’ এবং কখনো ‘ইনফাক’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে ইনফাক শব্দটি ব্যাপক, সদাকাহ শব্দটি সাধারণ ও জাকাত শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো এর ব্যতিক্রমও হয়েছে, অর্থাৎ এ তিনটি শব্দ একে অন্যের স্থলে ব্যবহার হয়েছে। দানের প্রাথমিক সুনির্দিষ্ট খাতগুলো কোরআন কারিমে উল্লেখ হয়েছে এভাবে, ‘মূলত সদাকাত হলো ফকির, মিসকিন, জাকাতকর্মী ১ (খলিফা কর্তৃক নিযুক্ত জাকাত ব্যবস্থাপনায় কর্মরত ব্যক্তির মজুরি), অনুরক্ত ব্যক্তি, ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদ (মানবতা, মানবাধিকার ও মানবসভ্যতার সুরক্ষার জন্য) ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত। আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী।’ (সুরা-৯ তাওবা, আয়াত: ৬০)। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘এমন অভাবী লোক, যারা আল্লাহর পথে (ইবাদত ও মানবকল্যাণে) নিজেদের নিয়োজিত রাখার কারণে (উপার্জনের জন্য) দুনিয়া চষে বেড়াতে পারে না। সম্ভ্রান্ততার কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে। আপনি তাদের চিহ্ন দেখে চিনতে পারবেন। তারা মানুষের কাছে নির্লজ্জভাবে ভিক্ষা করে না। আর তোমরা যেকোনো ভালো জিনিস ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৭৩) আপনি সহজেই আমাদের মাদরাসায় অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা করতে পারবেন। (1)সরাসরি অ্যাকাউন্ট নাম্বারে (2)UPI আইডিতে mayureswarmkkb@sbi (3)বারকোটের মাধ্যমে। (4)Payment Gateway এর মাধ্যমে https://razorpay.me/@MayureswarMadrasa নোট :- এখন যদি UPI আইডিতে দিতে চান। তাহলে UPI আইডি চেপে ধরে কপি করুন । যদি বারকোটের মাধ্যমে দিতে চান তাহলে অন্য মোবাইলে বারকোড ওপেন করে আপনার মোবাইলে স্ক্যান করুন। বারকোড চেপে ধরে ডাউনলোড করুলে বা স্ক্রিনশট নিলে 2000 এর বেশি পেমেন্ট করতে পারবেন না) যদি কোন রকম অসুবিধা হয়। UPI আইডিতে বা অ্যাকাউন্টে দিয়ে দিন। আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন - আমীন।

মুক্ত হস্তে দান করুন


STATE BANK OF INDIA
A/C NO. 4210294277
IFSC CODE : SBIN0004778
A/C HOLDER NAME : MAYURESWAR MADRASA KHADIJATUL KUBRA LIL BANAT



অনলাইন মাধ্যমে দান করুন
QR কোডের মাধ্যমে দান করুন

Contact
Vill+PO+PS-Mayureswar
Dist. – Birbhum
PIN – 731213
West Bengal,India
Ph – 7501879668
Email – mkhadijatrust@gmail.com
© MAYURESWAR MADRASA KKLB- All Rights Reserved | Designed by Lekhalekhi