MAYURESWAR MADRASA KKLB

মাদরাসার পরিচিতি :



ময়ূরেশ্বর মাদরাসা পিছিয়ে পড়া মুসলিম সমাজের পুরুষ ও মহিলাদের দ্বীনি ও সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে উন্নতির এক ঐতিহ্য প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বর থানার পশ্চিমপাড়ায় অবস্থিত ।বাংলার ভূমিতে দেখতে পারেন :- জেলা : বীরভূম ব্লক: ময়ূরেশ্বর-২২ মৌজা : ময়ূরেশ্বর খতিয়ান নং দাগ নং খালিস দ্বীন কায়েমের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ছাত্রী সংখ্যা ১০০ জনের মত শিক্ষিকা সংখ্যা ৫ জন।মেয়েদের শুধুমাত্র শিক্ষিকা দিয়েই পড়াশোনা করানো হয়। ছেলেদের বিভাগে ছাত্র সংখ্যা ২০ জনের মত শিক্ষক সংখ্যা ৩ জন।অফিস কর্মী ২জন আদায় কারী সংখ্যা ৩ জন। মাদরাসার বাৎসরিক খরচ আনুমানিক 1514073 টাকা প্রায় হয়ে থাকে। তাই আপনাদেরকে শুভ দৃষ্টি ও দুআ ও সর্বপরি সাহায্য ও সহযোগিতা চাই। আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন - আমীন। ও মাদরাসা কে সহি সালামতে কিয়ামত পর্যন্ত কায়েম ও কবুল করেন - আমীন ইতি - মাদরাসার সভাপতি হাজি রুপকড়ি সেখ



1. কি কি পড়ানো হয়
আরবী, উর্দু, বাংলা, ইংরেজি ,কম্পিউটার(পরিকল্পনায়)

2. Teacher কতজন আছে
5

3. কজন ছাত্র ছাত্রী আছে
100



* আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য *


(1) টয়লেট ও গোসলখানা তিনতলা করা। {এখন যা পায়খানা ঘরের সংখ্যা আছে ছাত্রীদের লাইন পড়ে যায়(2) লাইব্রেরী (3)সিসি ক্যামেরা (4) কম্পিউটার ৫ পিস


Contact
Vill+PO+PS-Mayureswar
Dist. – Birbhum
PIN – 731213
West Bengal,India
Ph – 7501879668
Email – mkhadijatrust@gmail.com
© MAYURESWAR MADRASA KKLB- All Rights Reserved | Designed by Lekhalekhi